দিল্লি ডেস্ক,২৫জুলাই।।
“সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষও স্বপ্ন দেখতে পারে, তাঁদের স্বপ্নও পূরণ হয়”। বললেন দেশের প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর একথা বলেন তিনি।
এদিন ভারতীয় প্রজাতন্ত্রের মুখ হিসেবে প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ আরও একবার প্রমাণ করে দিল ভারতীয় গণতন্ত্রের নজিরবিহীন শ্রেষ্ঠত্ব।
সংসদের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা । প্রথম আদিবাসী মহিলা হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। এবং বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু।
দেশের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু,
প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *