ডেস্ক রিপোর্টার,৫ ডিসেম্বর।।
    রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিরোধীদের হতশ্রী ফলাফলের জেরে ভেস্তে গেলো বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় বৈঠক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠকের স্থান ছিলো নয়াদিল্লিতে,কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে।কিন্তু মঙ্গলবার ইণ্ডিয়া জোটের পক্ষ থেকে এই বৈঠক স্থগিত রাখার ঘোষনা দেওয়া হয়েছে।


পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পর ইণ্ডিয়া জোটের অনেক শরিক দলের নেতাদের মন ক্ষুন্ন। তারা বিশ্রী ফলাফলের জন্য দায়ি করছেন কংগ্রেসের একগুয়ে মনোভাবকে।শরিকী দলের নেতাদের কথায়, কংগ্রেস নিজেদের সুবিধা অনুযায়ী বুধবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিল। বৈঠকের দিন ধার্য্য করার আগে জোটের অন্যন্য নেতাদের সঙ্গে কোনো আলোচনাই করেন নি কংগ্রেস নেতৃত্ব। এদিন শরিক দলগুলির অনেক নেতা ব্যস্ত থাকবেন নিজেদের কাজে।তারা পূর্ব নির্ধারিত কাজ ফেলে জোটের বৈঠকে আসতে পারবেন না। তাই এদিনে বৈঠক করতে নারাজ জোটের একাধিক শরিক দল৷  স্বাভাবিক ভাবেই আপাতত বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবারের বৈঠকে যোগ না  দেওয়ার কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সময়ে তিনি থাকবেন উওর বঙ্গ সফরে। মমতার এই সফর সূচী চূড়ান্ত হওয়ার পরেই ইণ্ডিয়া জোট ৬ডিসেম্বরের বৈঠকের ঘোষনা দিয়েছিলো।দিল্লির রাজনীতির অন্দরের খবর, ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে নারাজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷


সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, কংগ্রেস ইন্ডিয়া জোটকে  গুরুত্ব দিচ্ছে না। তারা ব্যস্ত ছিলো পাঁচ রাজ্যের  বিধানসভা নির্বাচন নিয়েই।”তথ্য বলেছে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও বৈঠকে যাবেন না। তারা আগাম জানিয়ে দিয়েছেন।


রাজনীতিকদের কথায় , সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনে ইণ্ডিয়া জোটের দলগুলির মধ্যে  আসন সমঝোতা হয়নি। কংগ্রেস নেতৃত্ব গুরুত্ব দেয় নি
আঞ্চলিক দলগুলিকে। তাই নির্বাচনে ভেঙ্গে পড়েছে কংগ্রেস। স্বাভাবিক ভাবেই পিছু টান দিয়েছে ইণ্ডিয়া জোটের শরিক দল গুলির।এমন পরিস্থিতিতে আগামী দিনে ইণ্ডিয়া জোটের ভবিষ্যত রাজনীতি কোথায় গিয়ে ঠেকে, এটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *