হাবিবুর রহমান * কলকাতা
————————————–

তৃণমূলের সমর্থক গ্রুপ “ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি” নিজেদের ওয়েবসাইট তৈরি করলো। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির ওয়েবসাইটের উদ্বোধন করেন। দেশজুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক বিষবাষ্প এবং হিংসার হিংস্রতাকে পরাভূত করার লক্ষ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২০২৪ -এ দিল্লির মসনদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে https://www.indiawantsmamatadi.com/ ওয়েবসাইট তৈরি হয়েছে।
এই ডিজিটাল প্রচারের মাধ্যমে সারা ভারতের মা-মাটি-মানুষকে ঐক্যবদ্ধ করাই তাদের উদ্দেশ্য বলে ওয়েবসাইটে লেখা হয়েছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, হরিয়ানা ও তামিলনাড়ুর মত রাজ্যে তারা বিস্তার করেছে ও প্রায় দশ হাজার সদস্য যুক্ত হয়েছে এই কমিউনিটিতে।

ইন্ডিয়া ওয়ান্টস মমতাদির অন্যতম প্রতিষ্ঠাতা নীলাঞ্জন দাস জানান, আগামীদিনে একটি ডিজিটাল পত্রিকা বানানোর পরিকল্পনা আছে তাদের।
রাজনৈতিক মহল মনে করছে যে সংসদের তৃতীয় বৃহত্তম দল, তৃণমূল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেই বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *