ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
      আবারও ত্রিপুরায় প্রবেশের পথে  আসামের করিমগঞ্জ থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে উদ্ধার করলো বিপুল পরিমাণ ড্রাগস।  সর্বকালের রেকর্ড ছাড়িয়ে  প্রায় ৪৭ কোটি  টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। অসমের করিমগঞ্জ শহর থেকে কিছুটা দূরে  মিজোরাম থেকে আসা ত্রিপুরাগামী লরি বাইপাস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা। যৌথ বাহিনী প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে এএস ১১বিসি ৭৯৭৫  নম্বরের মালবাহী  ট্রাকে অভিযান চালায় । তখনই  ট্রাকের ভিতরে থাকা কেভিন থেকে উদ্ধার হয় ৭৪৬ টি সাবানের বাক্স।এই বাক্সগুলি  থেকে  প্রায় ৯.৪৭ কিলোগ্রাম নিষিদ্ধ ড্রাগসের হদিশ পাওয়া যায়। যৌথ বাহিনী গ্রেফতার করে লরির চালক মুহিব উদ্দিন।তার বাড়ি পাথারকান্দির আছিমগঞ্জ এলাকায়। যৌথ বাহিনীর দাবি, ড্রাগসগুলি ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের করার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *