তেলিয়ামুড়া ডেস্ক, ১১জানুয়ারি।।
২০২১-র শ্রেষ্ঠ থানার শিরোপা অর্জন করলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা। সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শেষ বছর নেশা বিরোধী অভিযান সহ বিভিন্ন মামলার সঠিক তদন্ত সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপের কারণে শ্রেষ্ঠ থানার শিরোপা অর্জন করে মুঙ্গিয়াকামী থানা। স্বচ্ছতা সহ থানার সুদক্ষ অফিসার এবং সুদক্ষ মহকুমা পুলিশ আধিকারিকের কারণেই মুঙ্গিয়াকামী থানা পেয়েছে এই সন্মান।
তাছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী হাত থেকে ডিজি ডিক্স অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমতিয়া ও মুঙ্গিয়াকামী থানার ওসি ধ্রুব জয় রিয়াং। সেরা তদন্তকারী অফিসারের সন্মান পেয়েছেন তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর বিদ্যেশ্বর সিনহা। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। মুঙ্গিয়াকামী থানা “শ্রেষ্ঠ থানা”র শিরোপা অর্জন এবং তিনজন পুলিশ আধিকারিক বিশেষ বিশেষ সম্মাননা পাওয়াতে খুশির হওয়া গোটা মহকুমা পুলিশে।
