তেলিয়ামুড়া ডেস্ক,১১জানুয়ারি।।

ক্ষতির সম্মুখীন শীতকালীন কপি চাষিরা। বিশেষ করে শীতকালে সর্বদাই ফুলকপি ও বাঁধাকপির চাহিদা থাকে বাজারে। কিন্তু এ বছর বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ফুলকপি ও বাঁধাকপি চাষীদের।
তেলিয়ামুড়া মহকুমার বাইশঘড়িয়া অঞ্চলে অধিকাংশ কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হলো শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ। কারণ, বাইশঘড়িয়া এলাকা থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে বাঁধাকপি ও ফুলকপি। কিন্তু এ বছর বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাইশঘড়িয়া এলাকার কপি চাষীদের।
বাইশঘড়িয়া এলাকার চাষী প্রদীপ ঘোষ জানিয়েছেন, তার পরিবার প্রতিপালনের একমাত্র সম্বল এই শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ। এবছর বৃষ্টির ফলে তাদের কপি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া এবছর বাজারে ফুলকপি ও বাঁধাকপির দাম‌ও বৃদ্ধি পেয়েছে। ক্ষতির সম্মুখীন হওয়াতে লাভের মুখ দেখছেন না তিনি। কৃষক প্রদীপ ঘোষের বক্তব্য, সরকারি আর্থিক সাহায্য পেলে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।অন্যথায় মাঠে মার খাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *