স্পোর্টস ডেস্ক, ৮নভেম্বর।।
       গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে বৃহস্পতিবার খেলবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই। হরিয়ানার সুলতানপুরের গুরুগ্রাম ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। ফলে বড় কোনও অঘটন না ঘটলে পরাজয় দিয়েই রাজ্যে ফিরবেন আনন্দ ভৌমিকরা। দুদলই আপাতত ৫ ম্যাচ করে খেলে নিয়েছেন। ৫ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই।


অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট মাত্র ৪। গ্রুপের শেষর দিকে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকেই কয়েককদম এগিয়ে মুম্বাই।


বুধবার জিমে হালকা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। দলীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। দলের প্রথম সারির কোনও ব্যাটসম্যানই আসরে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।


অথচ প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান-‌রা রানে ছিলেন। তাই এদিন ক্রিকেটারদের আর বিশেষ কিছু বলেননি ত্রিপুরার কোচ। শুধু বলেছেন, শেষ ম্যাচে নিজেদের প্রতিভার পরিচয় দিতে। ত্রিপুরার ক্রিকেটাররাও চাইছেন অন্তত শেষ ম্যাচে জ্বলে উঠতে। মুম্বাইকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *