ডেস্ক রিপোর্টার,১৩মে।।
দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার।তিনি বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের স্থলাভিষিক্ত হবেন। সুশীল চন্দ্র শনিবার অবসর গ্রহণ করবেন।রবিবার রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।বর্তমানে রাজীব কুমার নির্বাচন কমিশনার হিসাবে কর্মরত।

ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যেই। তারজন্য নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করে দিয়েছে।ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকও করেছে জাতীয় নির্বাচন কমিশন।এই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার কিরণ গিত্যে। জাতীয় নির্বাচন কমিশনের অনুষ্ঠিত বৈঠকে থেকেই স্পস্ট আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের চারটি বিধানসভা আসনে অনুষ্ঠিত হবে উপভোট।আশা করা যাচ্ছে রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েই রাজ্য সহ আরো কয়েকটি রাজ্যের উপনির্বাচন ঘোষণা করবেন।

প্রসঙ্গত রাজীব কুমার ১৯৮৪সালের আইপিএস। তিনি বিহার -ঝাড়খন্ড সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে রাজীব কুমারের মুখ্য নির্বাচন কমিশনার পদে পদোন্নতি পাওয়ার কথা জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *