ডেস্ক রিপোর্টার,২৭,জানুয়ারি।।
            এবারও প্রজাতন্ত্র দিবসে রাজ্যে খুশির হাওয়া। একেই দিনে রাজ্যের দুই নাগরিককে পদ্মশ্রী সম্মানে সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে একজন হলেন রাজ্যের বিশিষ্ট সমাজ সেবক, প্রাক্তন জমাতিয়া ‘হদা অক্রা’  বিক্রম বাহাদুর জমাতিয়া।     
অপরজন রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ,মন্ত্রী অন্যতম প্রশাসক, বুদ্ধিজীবী তথা লেখক প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মা।তাকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। নগেন্দ্র চন্দ্র দেববর্মা ছিলেন রাজ্যের রাজস্ব ও বনদপ্তরের মন্ত্রী। সম্প্রতি তিনি বার্ধক্যজনিত রোগের কাছে হার মেনে প্রয়াত হয়েছিলেন। বিক্রম বাহাদুর জমাতিয়া ও প্রয়াত মন্ত্রী নগেন্দ্র চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী ও মরণোত্তর পদ্মশ্রীতে সম্মানে ভূষিত করার জন্য কেন্দ্রীয় সরকারকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কৃতী দুই সন্তানকে দেশ পদ্মশ্রী সম্মানে ভূষিত করায় খুশির হাওয়া বইছে এই পাহাড়ি রাজ্যে। তবে উঠছে প্রশ্নও। বিগত পাঁচ বছর ধরে এই রাজ্যের কৃতী সন্তানরা ধারাবাহিকভাবেই পেয়ে এসেছেন পদ্মশ্রী সম্মান।তবে এরা প্রত্যেকেই জনজাতি সম্প্রদায়ের। নিজ নিজ ক্ষেত্রে কৃতী সন্তানরা সর্বোচ্চ স্তরে সাফল্য পেয়েছেন। তারা পেয়েছেন সাফল্যের সম্মানও। তাদেরকে কুর্নিশ করে গোটা রাজ্য।কিন্তু এই রাজ্যের বাংলা ভাষাভাষী লোকজনের মধ্যেও বহু গুণী লোক রয়েছেন। যারা বিভিন্ন ক্ষেত্রে সম্মানের সঙ্গে রাজ্য ও দেশের স্বার্থে কাজ করেছেন। এবং এখনো করছেন। অথচ পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকায় তাদের স্থান হয় নি, শেষ কয়েক বছরে। এই বিষয়টা অবশ্যই বুকে বিধছে রাজ্যের একাংশ লোকজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *