ডেস্ক রিপোর্টার,২৭জানুয়ারি।।
             রাজ্য জুড়েই এখন ভোটের আবহ। ধর্মনগর থেকে সাব্রুম সর্বত্রই বেজে গিয়েছে ২৩ শের  কুরুক্ষেত্রের রণ দুন্দুভি। গোটা রাজ্যে যখন বাম কংগ্রেসের জোট এবং বিজেপি – তিপ্রামথার রাজনৈতিক কেমিস্ট্রি নিয়ে জোড় আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই আবার রাজনীতির লড়াইয়ের অলিন্দে চলে এসেছেন সুদীপ রায় বর্মন ও বিপ্লব কুমার দেব। একসময়  দুজনেই ছিলেন সহযোদ্ধা। তাদের হাত ধরেই ২০১৮ তে বামেদের ক্ষমতাচূত্য করে মসনদে বসেছিল বিজেপি। সরকারের গঠনের কিছুদিন পরেই  তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ প্রায় বর্মনের মধ্যে মত বিরোধ শুরু হয় ।  শেষ পর্যন্ত  সুদীপকে মন্ত্রিসভা থেকে ছেঁটে দেয় বিপ্লব।সুদীপ বর্মন বিজেপিতে থেকেও বিপ্লবের নানান কাজকর্ম নিয়ে বিদ্রোহ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি বিজেপিকে আলবিদা জানিয়ে চলে যান কংগ্রেসে। উপ নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে লড়াই করে  আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন সুদীপ।২৩র বিধানসভা নির্বাচনে তিনিই কংগ্রেসের  মূল মুখ।  সুদীপ বিজেপির কাছেও বড় চ্যালেঞ্জ।এটা বিজিবির কাছেও চ্যালেঞ্জ।
             আসন্ন বিধানসভা নির্বাচনে সুদীপ রায় বর্মন তার নির্বাচনী ক্ষেত্র ৬ আগরতলা থেকেই কংগ্রেসের টিকিটে লড়াই করবেন।সুদীপের সঙ্গে প্রার্থী দেওয়ার লোক এই মুহূর্তে বিজেপিতে হাতে গোনা কয়েকজন। তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ। বিজেপির অন্দরমহলের খবর, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করতে চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। এই খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস এবং বিজেপি উভয় শিবিরে মধ্যেই উত্তেজনা বেড়ে যায়।রাজনীতির আলোচনার পিন পয়েন্টে চলে আসেন সুদীপ রায় বর্মন ও বিপ্লব কুমার দেব।বিপ্লব কুমার দেবকে যদি প্রদেশ বিজেপি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে থেকে প্রার্থী করেন তাহলে নিশ্চিতভাবে ২৩ র মহারনে রাজ্য রাজনীতির সবচাইতে হেভি ওয়েট বিধানসভা কেন্দ্র এবং হাই ভোল্টেজ লড়াই দেখা যাবে এই কেন্দ্রেই। বলেছেন রাজনীতিকরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সুদীপ বিপ্লব রাজনীতির ময়দানে সরাসরি মুখোমুখি হয় কিনা।?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *