ডেস্ক রিপোর্টার, ৭নভেম্বর।।
                    ” বুথ বিজয় অভিযান” কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে  ২৩- র মহারণের ডঙ্কা বাজিয়ে দিয়েছে শাসক দল বিজেপি। সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে বুথ বিজয় অভিযান কর্মসূচির সূচনা করে ভারতীয় জনতা পার্টি। ২৩-র প্রত্যাবর্তনের জন্য বুথ বিজয় অভিযানে দৃঢ় সংকল্প নেয় বিজেপি নেতৃত্ব।
               অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিজেপি বুথ বিজয় অভিযানের যাত্রা শুরু করে।এদিন বুথ বিজয় অভিযান কর্মসূচির মূল অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বিজেপি জাতীয় প্রবক্তা সম্বিত পাত্রা, নির্বাচনী প্রভারী মহেশ শর্মা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, দুই সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রতিমা ভৌমিক। তাছাড়া মন্ত্রিসভার সমস্ত সদস্য, বিধায়ক গণ সহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
                 


এদিনের বুথ বিজয় অভিযানে বিজেপি নেতৃত্ব স্পস্ট ভাবে জানিয়ে দেন, বুথকে শক্তিশালী করলেই দলের জয় নিশ্চিত।তাই সর্ব প্রথম বুথগুলিতে দলের শক্তি  বৃদ্ধি করতে হবে।বুথের নেতৃত্বকে ভোটাদের দরজায় দরজায় যেতে হবে। এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পকে তুলে ধরতে হবে। বুথ বিজয় কর্মসূচিতে দলীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, ২৩তের ভোটে বিজেপির জয় একশ শতাংশ নিশ্চিত। ৬০- এ ৬০ লক্ষ্য মাত্রা নিয়ে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়বে বিজেপি। সমতল ও  পাহাড উভয় ক্ষেত্রেই দাপট দেখবে দেখাবে বিজেপি। তবে বিরোধী দলগুলোর কার্যকলাপের উপর্ নজর রাখার জন্য দলীয় নেতৃত্ব সতর্ক করে দিয়েছে দলের নেতা – কর্মীদের।
                  শহরের রবীন্দ্র ভবনে বুথ বিজয় অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনার পর এদিনই এর অঙ্গ হিসাবে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২৮নম্বর বুথে যান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব। তারা বুথের লোকজনের সঙ্গে মত বিনিময় করেন। সব মিলিয়ে বুথ বিজয় অভিযানের মধ্য দিয়ে দলের নেতা – কর্মীদের বুস্টাপ করে দিলেন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *