ডেস্ক রিপোর্টার,৯ এপ্রিল।।
খুব শীঘ্রই ঘোষণা হবে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ২৩-র বিধানসভা ভোটের আগে চার কেন্দ্রের উপভোট রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ। চার কেন্দ্রের উপভোটকে সামনে রেখে নানান কর্মসূচি নিয়েছে প্রদেশ বিজেপি।শুক্রবার প্রদেশ বিজেপি’র সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছে। নতুন কর্মসূচির নামাকরণ “সামাজিক ন্যায় পক্ষতা”।

আগামী ২০এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রদেশ বিজেপি’র সহ-সভাপতি অমিত রক্ষিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বৈঠকের ছবি পোস্ট করে নতুন কর্মসূচির বার্তা দিয়েছেন।

নতুন কর্মসূচি রূপায়ণের জন্য এদিন প্রদেশ বিজেপি’র সদর দপ্তরে ম্যারাথন বৈঠক করেছেন নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি’র তিন সভাপতি রাজীব ভট্টাচার্য ,অমিত রক্ষিত ও পাতালকন্যা জমতিয়া। দুই সাধারণ সম্পাদক টিঙ্কু রায় ও পাপিয়া দত্ত।

এছাড়া প্রদেশ কমিটির অন্যান্য নেতৃত্ব সহ দলের শাখা সংগঠনের নেতৃত্ব। রাজনৈতিক ভাবে প্রদেশ। বিজেপি’র এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ। কেননা চার কেন্দ্রের উপনির্বাচন সহ ২৩-র রোডম্যাপ তৈরি করতেই এই সংক্রান্ত জনসংযোগের কর্মসূচি হাতে নিয়েছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *