ডেস্ক রিপোর্টার, ৯ এপ্রিল।।
প্রত্যাশিত ভাবে ভোটে জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপি’র প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোটে জয়ী হয়ে দিল্লিতে ছুটে যান ডা. মানিক সাহা। সংসদ ভবনে দাঁড়িয়ে গ্রহণ করেন শপথ। তারপরই দেশের রাজধানীতে শুরু করেন রাজনৈতিক কার্যকলাপ।

সাংসদ তথা প্রদেশ বিজেপি’র সভাপতি ডা. মানিক সাহা দিল্লিতে একের পর এক সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি’র সর্ব ভারতীয় নেতৃত্বের সঙ্গে। তাদের সঙ্গে রাজ্য রাজনীতির বর্তমান অবস্থা সহ আসন্ন উপনির্বাচনের বিষয় সহ নানান উন্নয়ন মূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন ডা. মানিক সাহা।

শুক্রবার ডা. মানিক সাহা সাক্ষাৎ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদবের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রীর চেম্বারে গিয়েই সাক্ষাৎ করেন। এদিন রাজ্য সভার সাংসদ হওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব মানিক সাহাকে অভিনন্দন জানান।এরপর তিনি সিডব্লুওসিওয়াই এবং পার্লামেন্টারি স্থায়ী কমিটির চেয়ারম্যান সহস্রাবুদ্ধ ও পার্লামেন্টারি এফেয়ার্স চেয়ারম্যান জি মুরলিধরণের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁরা উভয়েই রাজ্যসভার নব নির্বাচিত সাংসদ ডা. মানিক সাহাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *