তেলিয়ামুড়া ডেস্ক, ২৪জানুয়ারি।।
        বিধানসভা ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্রের ঝংকার! জঙ্গল থেকে উদ্ধার বন্দুক! ভোটের প্রাক্কালে এই বন্দুক উদ্ধার কিসের ইঙ্গিত বহন করছে? ঘটনা সোমবার সন্ধ্যা রাতে মুঙ্গিয়াকামী থানাধীন ৪৭ মাইলের গভীর জঙ্গলে।
       মুঙ্গিয়াকামী থানা সূত্রে জানা গেছে,সোমবার সন্ধ্যা রাতে মুঙ্গিয়াকামী থানা পুলিশের কাছে গোয়েন্দা  সূত্রে খবর আসে ৪৭ মাইলের গভীর জঙ্গলে একটি বন্দুক রয়েছে। প্রাপ্ত খবরের মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায।সেখান থেকে পুলিশ একটি দেশি  বন্দুক উদ্ধার করে।। পরবর্তীতে পুলিশ সেই বন্দুকটিকে উদ্ধার করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে। কিন্তু ভোটের প্রাক্কালে জঙ্গল থেকে বন্দুক উদ্ধারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। কারা জঙ্গলে বন্দুক এনে রেখেছে? কি উদ্দেশ্যে এই বন্দুকটি রাখা হয়েছে? এমন নানা প্রশ্নের জন্ম নিচ্ছে জনমনে। কারণ, আগামী ১৬ ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে বন্দুকটি ৪৭ মাইল এলাকার জঙ্গলে রাখা হয়েছে। কারণ, নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার পাহাড় থেকে প্রত্যন্ত সমস্ত এলাকা কঠোর নিরাপত্তা ব্যবস্থার চাঁদের মুড়া রয়েছে। তারপরেও কিভাবে এই বন্দুক ৪৭ মাইল এলাকার জঙ্গলে আসলো। এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে যাই হোক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জঙ্গল থেকে দেশি বন্দুক উদ্ধার ঘিরে গোটা মুঙ্গিয়াকামী থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *