ডেস্ক রিপোর্টার,৬সেপ্টেম্বর।।
প্রত্যাশিত ভাবেই শহরের ইন্দ্রনগরের আইটি ভবনে উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী হেল্প লাইন..১৯০৫। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই আইটি ভবনে “মুখ্যমন্ত্রী হেল্পলাইনের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে রাজ্যের মানুষের কাছে।
শহর থেকে সমতল,গ্রাম থেকে পাহাড় সব জায়গা থেকেই মানুষ ১৯০৫ নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবে। এবং হবে সমস্যার নিরসন। এই ধরণের উদ্যোগ এই রাজ্যে প্রথম।এর আগে কোনো মুখ্যমন্ত্রী এরকম উদ্যোগ নেন নি।
সোমবারে “মুখ্যমন্ত্রী হেল্প লাইনে”র উদ্বোধন করে বিপ্লব কুমার দেব নিয়েই কয়েকজন মানুষের সঙ্গে ফোনে কথা বলেন।তারা ফোন করেছিলো ১৯০৫ নম্বরে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংশ্লিষ্ট লোকজনের সমস্যার কথা শুনেন।
মুখ্যমন্ত্রী হেল্প লাইন উদ্বোধন করে বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি-আইপিএফটি সরকার অনেক প্রকল্প চালু করেছে।মানুষ এই সমস্ত প্রকল্পের সুবিধাও পাচ্ছে। পূর্বতন বাম সরকার ২৫ বছরে যা পরে নি। বিজেপি লিড সরকার সাড়ে তিন বছরেই কয়েকগুণ বেশি কাজ করেছে।মানুষের কল্যাণের জন্য বহু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।মানুষ এই সমস্ত প্রকল্পের সুবিধাও পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *