ডেস্ক রিপোর্টার,৬সেপ্টেম্বর।।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে ধনপুরে সাধারণ মানুষের উপরে তান্ডব চালানো হয়েছে অভিযোগ বিজেপি’র। গেরুয়া শিবিরের নেতৃত্বের দাবি, সোমবারে ধনপুরে সংঘটিত ঘটনার জন্য রাজ্যের মানুষ বামেদের ক্ষমা করবে না। তাদের বক্তব্য, এই রাজ্যের মানুষ বামেদের অতীত ভুলে নি। বাম জামানায় বিজেপির কার্যকর্তা চাঁনমোহন ত্রিপুরা, নিশিকান্ত চাকমা, গৌরহরি মলসুম সহ ১১ জন রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছিলো। কিন্তু
বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের সময়কালে একটিও রাজনৈতিক হিংসায় প্রানহানির নজির নেই।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিগত দিনে রাজ্যে জাতি জনজাতিদের মধ্যে বিভেদ তৈরী চেষ্টা করা হয়েছিলো পরিকল্পিত ভাবে। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। শান্তিই উন্নয়নের মূল শর্ত। এই বিষয়টিকে মাথায় রেখে জাতি জনজাতিদের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে রাজ্যেরব সার্বিক বিকাশ করায় হলো বিজেপির লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *