ডেস্ক রিপোর্টার,২১সেপ্টেম্বর।।
গত ৮সেপ্টেম্বর রাজধানীর হিংসার অভিযোগ নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। অভিযুক্তদের গ্রেফতার ও সঠিক তদন্তের আবেদন জানিয়ে বামেরা মামলা দায়ের করেছে উচ্চ আদালতে। আদালতে বামেদের আইনজীবী রাজর্ষি পুরোকায়স্থ মামলার শুনানি কালে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের আর্জি জানান আদালতে। আগামী ৪ অক্টোবর ত্রিপুরা উচ্চ আদালত রাজ্য সরকারকে এই সংক্রান্ত বিষয়ে জবাব দেওয়ার জন্য নোটিশ দেয়। এদিন পুনরায় এই মামলার শুনানি হবে।
বামেদের কৌশলী রাজর্ষি পুরোকায়স্থ বলেন, গত ৮সেপ্টেম্বর রাজধানীতে সংবাদ পত্রের অফিস, সিপিআইএম পার্টি অফিসে আক্রমণ হয়।জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি। ৮-৯ সেপ্টেম্বর টানা দুইদিন রাজ্যের বিভিন্ন জায়গাতে পূর্ব পরিকল্পিত ভাবে সিপিআইএম’র পার্টি অফিসগুলি হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আক্রমন করে হয় সাধারণ বাম সমর্থকদের বাড়ি ঘরে।
রাজ্য জুড়ে হিংসার ঘটনার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন হরিপদ দাস নামে এক ব্যাক্তি। এই মামলা গ্রহণ করে আদালত।সোমবার মামলার শুনানিকালে ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য সিট গঠন সহ একজন অবসর প্রাপ্ত বিচারপতিকে সিটের চেয়ারম্যান জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।





 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *