ডেস্ক রিপোর্টার,২০মার্চ।।
             “রাজ্যে জাতি-জনজাতি’র এক পার্টি।তার নাম বিজেপি। রাজ্যের উন্নয়নে জাতি-জনজাতিরা এক সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে।এবং গড়বে শ্রেষ্ঠ ত্রিপুরা।”—বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে যোগদান সভায় একথা বলেছেন তিনি।
        প্রত্যাশিত ভাবেই এদিন বিজেপিতে যোগ দিয়েছেন ত্রিপুরা পিপলস ফ্রন্টের নেত্রী পাতাল কন্যা জমতিয়া।সঙ্গে তাঁর সহস্রাধিক অনুগামী। এই যোগদান সভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাতাল কন্যার গোটা টিমের সঙ্গে রয়েছে বিজেপি।পাতাল কন্যাকে সঙ্গে নিয়ে পাহাড়ে কাজ করবে জনজাতি মোর্চা সহ বিজেপি’র সমস্ত স্তরের নেতৃত্ব।
        মুখ্যমন্ত্রী দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, পাতাল কন্যার লোকজনকে রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি,মন্ডল কমিটি ও বুথ কমিটিতে সামিল করার জন্য। মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন চলছে। সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের কাছে মোদীর প্রয়োজনীয়তা রয়েছে। মোদীর জন্যই উত্তর-পূর্বাঞ্চলের এতোটা উন্নয়ন হয়েছে।
        রাজ্যের কমিউনিস্টদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এক সময় রাজ্যের মহিলাদের রোদ-বৃষ্টিতে মিছিল মিটিংয়ে নিয়ে আসতো।এটাই ছিলো তাদের মহিলা উন্নয়নের চিত্র। তারা শুধু মহিলাদের শোষণ করেছে টানা ২৫বছর।এখন নরেন্দ্র মোদীর হাত ধরে মহিলাদের স্বশক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।তার জ্বলন্ত দৃষ্টান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পাতাল কন্যারা। রাজ্যের সর্ব ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষনের নিয়ম লাগু করেছে বিজেপি সরকার।রাজ্যের মহিলারা এখন নানান ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
          রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এক সময় ডম্বুরকে “কালাপানি” বলা হতো। বর্তমান বিজেপি সরকার গোটা গন্ডাছড়া মহকুমার উন্নয়নের জন্য ৭০৭কোটি টাকা ব্যয় করেছে।একসময় ডম্বুর, নারিকেল কুঞ্জ, ছবিমুড়া, তীর্থমুখে মানুষ যেতে চাইতো না। ভয়ের রাজ্ত্ব বিরাজ করতো।এখন সব কিছু পাল্টে গেছে উন্নয়নের ছোয়াতে। এই কালা পানি এখন জীবনদান পানিতে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার মানুষ ঘুরতে যাচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে। গড়ে উঠছে থ্রি-স্টার হোটেল।
রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের সম্মানের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের রিশা এখন দেশ খ্যাত।খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিশা ব্যবহার করছেন।এবং বলছেন এটা ত্রিপুরার জনজাতিদের তৈরি। সব মিলিয়ে অনুষ্ঠিত যোগদান সভায় ২৩-র বিধানসভা নির্বাচনে পাহাড়ে পাতাল কন্যাকে সামনে রেখে জনজাতি ভোটে পুরোপুরি ভাবে থাবা বসানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *