ডেস্ক রিপোর্টার, ১১ফেব্রুয়ারি।।
                 আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই সাঙ্গ হবে শহরের রামনগর কেন্দ্রের উপ নির্বাচন। একই সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের কিছু বিধানসভা আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি এমন ঈঙ্গিত দিয়েছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই রাজ্যের রামনগর বিধানসভা কেন্দ্রেও বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিশেষ ভাবে শাসক দল বিজেপির অন্দর মহলে। পিছিয়ে নেই বাম – কংগ্রেস শিবির। বিরোধী রাজনীতির অঙ্গনের তথ্য বলছে, আসন্ন লোকসভা নির্বাচনের দুইটি আসন সহ রামনগর কেন্দ্রের উপ ভোটে জোট হয়ে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাম – কংগ্রেস। এই সমীকরণ বহাল থাকলে লোকসভার দুইটি আসন সহ রামনগর কেন্দ্রে জমজমাট রাজনীতি উপভোগ করবেন সাধারণ ভোটাররা।


লোকসভা নির্বাচনের পাশাপাশি রামনগর কেন্দ্রের উপনির্বাচন নিয়েও নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করছে শাসক দল বিজেপি।ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে সম্ভাব্য প্রার্থী হিসাবে।তাদের মধ্যে রয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য্য সহ আরোও কয়েকজনের নাম। তবে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত করে নি গেরুয়া শিবির। বিজেপির খবর অনুযায়ী,  বিজেপির সদর দপ্তর থেকে রামনগর মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা উপ ভোটের জন্য প্রস্তুত থাকতে। বিজেপির কুশাভাউ ভবনের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটা থেকেই স্পস্ট যে, আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই রামনগর কেন্দ্রের উপ ভোট অনুষ্ঠিত হবে।


রাজনীতিকরা বলছেন, উপ নির্বাচনে বাম – কংগ্রেস জোট হয়ে প্রার্থী দিলেও ফেভারিট থাকবে ভারতীয় জনতা পার্টিই। বামগ্রেসের প্রার্থীর ওজনের উপর নির্ভর করবে নির্বাচনে লড়াইয়ের মানদ্বন্দ্ব। জোট সংসারের নেতৃত্বের কথায়,  উপ নির্বাচনে কংগ্রেসের সমর্থনে বামেরাই প্রার্থী দেবে।এক্ষেত্রে ২৩- র নির্বাচনে জোটের প্রার্থী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকেই প্রাধান্য দেওয়া হবে। এই কেন্দ্রের কংগ্রেসের তেমন কোনো গ্রহণ যোগ্য প্রার্থী নেই। সব মিলিয়ে আর কয়েক মাসের মধ্যেই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উঠে আসবেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের উত্তরসুরী।
                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *