স্পোর্টস ডেস্ক, ৮জানুয়ারী।।
  জয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা। টানা জয়ে ‘‌বি’ গ্রুপে শীর্ষ স্থান বজায় রাখলেন অন্নপূর্ণা দাস-‌রা। সোমবার ভুবনেশ্বরের কিট‌ আকাদেমি মাঠে ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে ত্রিপুরা পরাজিত করে শক্তিশালী কর্ণাটককে।  ৩৭ রানে। সিনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেটে। ত্রিপুরার গড়া ১৮৪ রানের জবাবে কর্ণাটক ১৪৭  রান করতে সক্ষম হয়। ত্রিপুরার ইন্দ্ররাণী জমাতিয়া ৭৩ রান করেন। সোমবার সকালে টসে জয়লাভ করে কর্ণাটকের অধিনায়িকা ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ত্রিপুরার দুই ওপেনার মৌচৈতি দেবনাথ এবং ইন্দ্ররাণী জমাতিয়া শুরুটা ধীর গতিতে করলেও দলকে বড় স্কোর গড়ার রাস্তা তৈরী করে দেন।


বিপক্ষের যাবতীয় আক্রমণ ঠান্ডা মাথায় রুখে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজন। ওপেনিং জুটিতে দুজন ১৫৯ বল খেলে ৮৩ রান যোগ করেন। মৌচৈতি ৯৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। এরপরই দ্রুত উইকেট হারাতে থাকে ত্রিপুরা। শেষ দিকে পেশাদার ক্রিকেটার হেনা হটচান্দিনী কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। ইন্দ্ররাণী ১০৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির ৭৩ রান করেন। হেনা ৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। কর্ণাটকের পক্ষে সাহানা এস পাওয়ার ২০ রানে ২ টি উইকেট দখল করেন।


জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়েছিলো কর্ণাটক। ত্রিপুরার হয়ে বল হাতে আক্রমণে নেতৃত্ব দেন দলনায়িকা অন্নপূর্ণা দাস। কর্ণাটক ৩৯.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। কর্ণাটকের হয়ে একমাত্র লড়াই করেন ডি ভ্রিন্দা। কর্ণাটকের ওই ওপেনারটি ৮২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া দলের পক্ষে সি প্রত্যুষা ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৩,বেদা কৃষ্ণমূর্তি ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং পুষ্পা কে ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ত্রিপুরার পক্ষে দলনায়িকা অন্নপূর্ণা দাস ২২ রানে ৫ টি এবং সুরভি রায় ৩৭ রানে ২ টি উইকেট দখল করেন। আসরে ৩ ম্যাচে খেলে সবকটিতে জয়লাভ করে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ত্রিপুরা। ১০ জানুয়ারি ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে বিদর্ভের বিরুদ্ধে। ওই ম্যাচে জয় পেলে ত্রিপুরার গ্রুপ থেকে বেরুনো অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *