ডেস্ক রিপোর্টার,২৫ডিসেম্বর।।
রাজ্যের শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ নিয়ে নিয়মিত আন্দোলন জারি রাখছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধায়ক আশীষ দাস।আশীষ তাঁর অনুগামীদের নিয়ে প্রতিদিন শহরের সার্কিট হাউজে গান্ধী মূর্তির পাদদেশে বসে করছেন প্রতিবাদ।তবে এই আন্দোলন তাঁর একা।সঙ্গে নেই দল।বা তিনিও এই আন্দোলন থেকে দূরে রেখেছেন দলকে। বিধায়ক আশীষ দাস সরাসরি বলেছেন, “তিনি একজন জন প্রতিনিধি।মানুষের হয়ে কথা বলা, প্রতিবাদ করা তাঁর নৈতিক কর্তব্য।তিনি এই রাস্তা থেকে পিছপা হবেন না”। বিধায়কের বক্তব্য, শিক্ষা ক্ষেত্রে বেসরকারীকরণ নীতি রাজ্য সরকারের তুঘলকি সিদ্ধান্ত।এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।
বিধায়ক আশীষ দাস তাঁর আন্দোলন চালিয়ে গেলেও রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের দাবি, রাজ্যের একশটি স্কুলকে বেসরকারীকরণ নীতির সফলতা পাবে ছাত্র-ছাত্রীরা। এতে কোনো সমস্যা হবে না।বরং মান বাড়বে শিক্ষার। শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে শিক্ষানুরাগী থেকে শুরু করে অভিভাবক মহলের।
