স্পোর্টস ডেস্ক, ১১ডিসেম্বর।।
         সালটা ১৯৮৮। অনুর্ধ ১৯ ব্যাঙ্গল দলের হয়ে প্রথম বার ত্রিপুরার মাটিতে আসা। এরপর ব্যক্তিগত কাজে আরও কয়েকবার ত্রিপুরাতে এসেছেন। তবে এবার ২০২৩ সালে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসে খুবই আনন্দিত প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার সন্ধ্যায় রাজবাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন ভাবেই নিজের আবেগটা ব্যক্ত করলেন মহারাজ। কথা প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি রাজ্য ক্রিকেটের প্রশংসাও করলেন। তিনি বললেন, অতীতের তুলনায় এখন ত্রিপুরার ক্রিকেট অনেক বেশি উন্নত হয়েছে। পৃথিবী পাল্টেছে, একই সঙ্গে ত্রিপুরা ক্রিকেটেরও আমূল পরিবর্তন হয়েছে। প্রসঙ্গ ক্রমে তিনি রাজ্যের ক্রিকেটার মনি শংকর মুড়া সিংয়েরও প্রশংসা করলেন। সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার ক্রিকেট প্রেমীদের আশ্বাস দিলেন, রাজ্য ক্রিকেটের উন্নয়নে তিনি সর্বদা সহযোগিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *