আগরতলা, ১৬ নভেম্বর
জাতীয় প্রেস ডে উপলক্ষে আজ অ্যাসেম্বলি
অব জার্নালিস্টস-র উদ্যোগে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় ভগৎ সিং যুব আবাসে। আধুনিক মিডিয়া ইকোসিস্টেম ও নবপ্রজন্মের সংবাদ গ্রহণের ধরণকে কেন্দ্র করে আয়োজিত এই সেমিনারের মূল বিষয়ের ছিল— “Gen Z’র কাছে ট্রেডিশনাল মিডিয়া কি জনপ্রিয়তা হারাচ্ছে?”
সেমিনারে উপস্থিত একাধিক বিশিষ্ট বক্তারা ট্রেডিশনাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি, ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার, এবং “Gen Z” দর্শকদের তথ্য গ্রহণের নতুন প্রবণতা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বক্তারা মত প্রকাশ করেন যে সংবাদ মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে ট্রেডিশনাল মিডিয়ার সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে নতুন সম্ভাবনাও। তথ্যের বিশ্বাসযোগ্যতা, ফ্যাক্ট-চেকিং, সাংবাদিকতার নৈতিকতা, এবং ডিজিটাল কনটেন্টের আকর্ষণ—এই সবকিছুই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।
এদিনের সেমিনারে ত্রিপুরা ইউনিভার্সিটি ও টিআইটি- র বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর অংশগ্রহণ আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে। নবীন প্রজন্মের সাংবাদিকতা বিষয়ে দৃষ্টিভঙ্গি, তাদের অভিজ্ঞতা ও কনটেন্ট ব্যবহারের ধরণ আলোচনা সমৃদ্ধ করে। অনুষ্ঠিত সেমিনারে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক,কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিকদের উপস্থিতিও ছিলো লক্ষণীয়।
আয়োজক অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-র
পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকতা শিক্ষার্থীদের বাস্তব মিডিয়া ইকোসিস্টেম সম্পর্কে সচেতন করা, মিডিয়ার পরিবর্তনশীল ধারা বুঝতে সাহায্য করা এবং ট্রেডিশনাল ও ডিজিটাল—দু’ধরনের মাধ্যমের ভবিষ্যৎ পথ নিয়ে চিন্তাভাবনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সেমিনার শেষে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস তরুণ প্রজন্মের জন্য এ ধরনের আরো সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভার আয়োজনের প্রতিশ্রুতি দেয় । এদিনের সেমিনারে প্রধান বক্তাদের মধ্যে ছিলেন, অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স- র সাধারণ সম্পাদক শানিত দেবরায়, ত্রিপুরা কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশেষ গুপ্ত,সুনীল কলই, টেকনো ইন্ডিয়ার কলেজের অধ্যাপক লোকেশ চাকমা, শিক্ষাবিদ মুস্তাফা কামাল।

