ডেস্ক রিপোর্টার, ১৯ নভেম্বর।।

    ভালবাসাতে ফাটল! শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছে এক স্কুল ছাত্রী। নাম সাগরী দেববর্মা। সে শহরের নন্দন নগরের অক্সিলিয়াম স্কুলের ছাত্রী। বুধবার জগৎ পুরে ভাড়া বাড়িতে  গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার বাড়ি খোয়াইয়ের চাম্পাহাওরে। গত কয়েকবছর ধরেই জগৎ ভাড়া বাড়িতে থেকে পড়াশুনা করছিল সাগরী ও তার এক বান্ধবী।

             সাগরীর বান্ধবী জানিয়েছে বিশ্রামগঞ্জের বাসিন্দা আকিল দেববর্মার সঙ্গে সাগরি দেববর্মা দীর্ঘদিনের প্রনয়ের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে আকিল দেববর্মা চলে আসতো সাগরীর ভাড়া বাড়িতে।তাদের মধ্যে হঠাৎ ভালবাসায় বিচ্ছেদ ঘটে। তাতে অপমান সহ্য করতে না পেরে সাগরী 

বেছে নেয় আত্মহত্যার পথ। ভাড়া বাড়ির গৃহকর্তী ঘটনা স্বীকার করে বলেন, মাসে ৬ হাজার ৫০০ টাকার বিনিময়ে মেয়েটি ঘর ভাড়া নিয়েছিল। আকিল দেববর্মা প্রতি মাসে একবার করে আসতো। দিয়ে যেতো ঘর ভাড়া। এবং সাগরীর বাজার। মেয়ের মৃত্যুর খবর পেয়ে খোয়াই চাম্পাহাওর থেকে আগরতলার জগৎ পুরে ছুটে আসেন সাগরীর মা – বাবা সহ আত্মীয়-স্বজন। তারা ভেঙ্গে পড়েন কান্নায়। অনেক স্বপ্ন নিয়ে গরীব মা – বাবা মেয়ে সাগরীকে পাঠিয়ে ছিলেন শহরে। ভর্তি করিয়ে ছিলেন আগরতলার নামী স্কুলে। কিন্তু আদরের মেয়ে সাগরীর এক লহমায় নেওয়া সিদ্ধান্তে তাদের সব স্বপ্ন শেষ।চিরতরে মা – বাবাকে ছেড়ে সাগরী চলে গেলো না ফেরার দেশে।

 মেয়ের মৃত্যুর খবর পেয়ে খোয়াই চাম্পাহাওর থেকে আগরতলার জগৎ পুরে ছুটে আসেন সাগরীর মা – বাবা সহ আত্মীয়-স্বজন। তারা ভেঙ্গে পড়েন কান্নায়। অনেক স্বপ্ন নিয়ে গরীব মা – বাবা মেয়ে সাগরীকে পাঠিয়ে ছিলেন শহরে। ভর্তি করিয়ে ছিলেন আগরতলার নামী স্কুলে। কিন্তু আদরের মেয়ে সাগরীর এক লহমায় নেওয়া সিদ্ধান্তে তাদের সব স্বপ্ন শেষ।চিরতরে মা – বাবাকে ছেড়ে সাগরী চলে গেলো না ফেরার দেশে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *