ডেস্ক রিপোর্টার,২২ নভেম্বর।।
ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।শনিবার দুপুরে দীপান্বিতা পালের যোগেন্দ্রনগরস্থিত বাড়িতে যান তিনি। ছোট্ট দীপান্বিতার পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর এই অকাল প্রয়াণ সত্যিই হৃদয়বিদারক ও বেদনাদায়ক।” দীপান্বিতা জিবি হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর অফিস থেকে থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। দাবী মুখ্যমন্ত্রীর।
চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দীপান্বিতা না ফেরার দেশে চলে যায়। এটা মানা যায় না।
মুখ্যমন্ত্রী বলেন,দীপান্বিতার মৃত্যুর ঘটনার তদন্তের জন্য জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজ্য সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং এই কঠিন সময়ে পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

