ডেস্ক রিপোর্টার, ২৬ নভেম্বর।।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে( আস্তাবল) অনুষ্ঠিত হবে তিপ্রামথার জনসভা। এই জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। তিপ্রামথার সভা কেন্দ্র করে ঝামেলার আশঙ্কা করছে খোদ রাজ্য পুলিশ – গোয়েন্দা। তাই সতর্ক ভাবে নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশের পদস্থ আধিকারিকরা।
বুধবার দুপুরে স্বামী বিবেকানন্দ ময়দানে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। সঙ্গে ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা। তারা বেশ কিছু ক্ষণ সময় মাঠে উপস্থিত থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখেন। বৃহস্পতিবার সভাস্থলে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রদ্যুতের দল তিপ্রামথার জনসভা কেন্দ্র করে কোনো ভাবেই যেন নিরাপত্তার ঘাটতি না থাকে, সেই বিষয়টি নিয়েই মাথা ঘামাচ্ছে পুলিশ প্রশাসন।

