ডেস্ক রিপোর্টার, ২২ অক্টোবর।।
প্রতিবছরের মত এবারও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছিল শহরের বনমালী পুরের ( ওল্ড থানা রোড) জ্ঞানার্থী সঙ্ঘ। এবছর জ্ঞানার্থী সঙ্ঘের কালী পূজা ছিলো ৭o তম বর্ষ পূর্তি। এটা শহরের প্রাচীন কালী পুজো গুলির মধ্যে অন্যতম।
দীপাবলির রাতে পুজোর মন্ডপের সামনে ভিড় জমায় অগণিত ভক্ত প্রাণ মানুষ। বুকে উচ্ছ্বাস নিয়ে আয়োজকরা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে করেন মহা প্রসাদ বিতরণ।আলোর উৎসবের দিনে
জ্ঞানার্থী সঙ্ঘের সভাপতি কৌশিক ভৌমিক সহ সংস্থার সদস্যরা রাজ্যের সকল অংশের মানুষের জন্য শ্যামা মায়ের কাছে সুখ – শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।এবং গোটা রাজ্যে জাতি – জনজাতির মধ্যে সম্প্রতি বজায় রাখার বার্তা দেন।
