ডেস্ক রিপোর্টার, ২রা আগষ্ট।।
খুব শীঘ্রই ঘোষণা হবে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিয়ে ভিলেজে ভোটের নির্বাচনী প্রক্রিয়া শুরু করার বিষয়টি জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে এডিসি এলাকার বিডিওদের ইলেকট্রোরাল রেজিস্ট্রশন অফিসার (ইআরও) হিসাবে নিয়োগ করা হয়েছে।রাজ্য নির্বাচন কমিশনের সচিব পি ভট্টাচার্য্যের চিঠিতে এই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের সচিবের চিঠিতে বলা হয়েছে ভিলেজ কমিটির নির্বাচনী এলাকায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশসহ ভোটকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের।

প্রদ্যুৎ কিশোরের ট্যুইট বার্তা।

তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্য নির্বাচন কমিশনের এই চিঠি টুইট করেন। টুইট বার্তায় প্রদ্যুৎ কিশোর তাঁর অনুগামীদের উদ্দেশ্যে বলেন,”শেষ অবধি লড়াই করার জন্য আপনারা প্রস্তুত হন। তৈরি হন শেষ গ্রামটি জয় করার জন্য।কারণ আমরা আর কখনও আমাদের অধিকার পুনরুদ্ধার করার সুযোগ নাও পেতে পারি।”
তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর তাঁর অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁর দল ভিলেজে ভোটের জন্য প্রস্তুত। তারা বিনা যুদ্ধে জমি ছাড়বে না। রাজনীতিকরা বলছেন, ২৩-র প্রাকলগ্নে ভিলেজে কমিটির নির্বাচনে ছেড়ে কথা বলবে না শাসক দল বিজেপি। ভোটের ফায়দা তোলার জন্য মুখিয়ে থাকবে বামেরাও।সব মিলিয়ে ভিলেজে কমিটির এই নির্বাচন ২৩-র পাহাড় ভোটের ক্যানভাস অঙ্কন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *