
ডেস্ক রিপোর্টার, ১৯ডিসেম্বর।।
প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক সিপিআইএম নেতা।তার নাম অন্য কুমার ত্রিপুরা।ঘটনা সাব্রুম মহকুমার রুপাইছড়ি ব্লকের কেন্তামনি পাড়াতে। এই এলাকাতেই ধৃত সিপিআইএম নেতার বাড়ি। অন্য কুমার ত্রিপুরা সিপিআইএম বনকুল লোক্যাল কমিটির অন্যতম সদস্য। এবং বিসি’র প্রাক্তন চেয়ারম্যান। সোমবার রাতেই সাব্রুম থানার পুলিশ অন্য কুমারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে সোপর্দ করেছে আদালতে।

ধর্ষিতার মা জানিয়েছেন, গত ১৭ডিসেম্বর বিকালে তার ১৯ বছরের মেয়ের বাড়ি থেকে বেরিয়ে ছিলো তেতুঁল খাওয়ায় জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য কুমার ত্রিপুরা তাকে ডাক দেয়। এবং পাশের একটি জঙ্গলে নিয়ে যায়।সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে অন্য কুমার। বাড়িতে আসার পর মেয়ের শরীরের অসংগ্লনতা দেখে বিষয়টি আঁচ করতে পারেন তিনি ।এরপর মেয়েটি পুরো ঘটনা খুলে বলে।

মেয়ের মা বিষয়টি এলাকার লোকজনকে জানান। সোমবার বিকালে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বনকুল কমিউনিটি হেল্থ সেন্টারে। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ড: কাপলাইতি ত্রিপুরা মেয়েটির শারীরিক পরীক্ষা করে ধর্ষনের ঘটনার সত্যতা খুঁজে পান। এদিন সন্ধ্যায় ধর্ষিতা যুবতি ও তার মা সাব্রুম থানায় ছুটে যান। এবং সিপিআইএম নেতা অন্য কুমার ত্রিপুরার বিরুদ্ধে দায়ের করেন ধর্ষনের মামলা।পুলিশ ভারতীয় দণ্ড বিধির ৩৪১ ও ৩৭৬ ধারায় মামলা৭১/২৩) রুজু করেছে।জানিয়েছেন সাব্রুম থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক।