ডেস্ক রিপোর্টার , ৩০ডিসেম্বর।।
    প্রত্যাশিত ভাবেই বছর দেশে ঘোষিত হলো প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি। এবং বিভিন্ন মোর্চার সভাপতিদের নাম। রাজীব ভট্টাচার্য- ই প্রদেশ কমিটির সভাপতি। নতুন কমিটিতে ছয় জনকে সহ – সভাপতির দায়িত্ত্ব দেওয়া হয়েছে।তারা
হলেন ডা:অশোক সিনহা,বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত ও পাতাল কন্যা জমাতিয়া।
      নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তিন জনকে।তারা হলেন বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত ও বিপিন দেববর্মা। রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ছয় জনকে। তারা হলেন তাপস মজুমদার,ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকা নন্দ রিয়াং ও অজন্তা ভট্টাচার্য্য। রাজ্য কমিটিতে কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করবেন নাগাধিরাজ দত্ত ও মৃণাল কান্তি নাথ। অফিস সম্পাদকের দায়িত্বে থাকবেন মিহির সরকার।


রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে বিজেপির সাতটি মোর্চার রাজ্য সভাপতির নাম। মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারকে। যুব মোর্চার সভাপতির দায়িত্ত্ব অর্পণ করা হয়েছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবকে। এসসি মোর্চার সভাপতির দায়িত্ত্ব পেয়েছেন অরবিন্দ দাস। জনজাতি মোর্চার সভাপতির দায়িত্ত্ব দেওয়া হয়েছে পরিমল দেববর্মাকে। ওবিসি মোর্চার সভানেত্রীর দায়িত্ত্ব পেয়েছেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। কিষান মোর্চার সভাপতির দায়িত্ত্ব দেওয়া হয়েছে প্রদীপ বরণ রায়কে। এবং মাইনরিটি মোর্চার সভাপতির দায়িত্ত্ব দেওয়া হয়েছে সদ্য কংগ্রেস ত্যাগী নেতা বিল্লাল মিয়াকে। শনিবার রাজ্য সভাপতির স্বাক্ষরিত তালিকা প্রকাশিত হয়ে বিজেপির সদর দপ্তর থেকে। এবং রাজীব ভট্টাচার্য নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির নামের তালিকা পোস্ট করেছেন।


“জনতার মশাল”- র আগাম খবর দিয়ে জানিয়েছিলো প্রদেশ বিজেপির সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে পাপিয়া দত্তকে। এবং তাকে করা হবে সহ – সভাপতি। বিজেপির রাজ্য কমিটির তালিকা প্রকাশের পর মিলে যায় জনতার মশাল- র আগাম খবর। “জনতার মশাল” দাবী করেছিলো যুব মোর্চার সভাপতির দায়িত্বে আসছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এটাই হয়েছে। মহিলা মোর্চার সভানেত্রীর দৌঁড়ে ছিলেন মিমি মজুমদার। এটাও দাবি করেছিলো জনতার মশাল । একই ভাবে  অরবিন্দ দাস ও বিল্লাল মিয়া যে এসসি মোর্চা ও মাইনরিটি মোর্চার সভাপতি হচ্ছেন, তাও আগাম জানিয়ে দিয়েছিল “জনতার মশাল ” ।


রাজ্য কমিটি থেকে বাদ পড়বেন বয়সের ভারে ন্যুব্জ প্রতাপগড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস।পরিবর্তে প্রতাপগড়ের নারী নেত্রী মৌসুমী দাসকে গুরুত্ব দেওয়া হবে রাজ্য কমিটিতে। এটাও দাবি করেছিলো “জনতার মশাল”।নতুন কমিটিতে অমিত রক্ষিত দৃঢ়ভাবে সাধারণ সম্পাদকের পদে যে আসিন হচ্ছেন, তাও আগাম বার্তা দিয়েছিলো এই নিউজ পোর্টাল। সার্বিক ভাবে প্রদেশ বিজেপির নতুন কমিটি ও বিভিন্ন মোর্চার সভাপতিদের নামের তালিকা সংক্রান্ত “জনতার মশাল”- র আগাম খবর প্রায় হুবাহু  মিলে গিয়েছে।
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *