ডেস্ক রিপোর্টার,৩১ জুলাই।।
                       আগামী বছরের এডিসি নির্বাচনকে সামনে রেখে বড় উপহার জনজাতি সমাজপতিদের।
সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। নতুন সংশোধনী অনুসারে চাকুরিজীবী ও পেনশনারদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। জনজাতি সমাজপতিদের ভাতা কেন বাড়ানো হলো?রাজ্য সরকারের যুক্তি, জনজাতি সমাজে সমাজপতিদের অমূল্য ভূমিকা ও সামাজিক অবদানের প্রতি সরকারের দায়বদ্ধতা ও শ্রদ্ধার প্রতিফলন এটি।
       রাজনীতিকদের বক্তব্য, সামনের বছর এডিসি নির্বাচন। এই নির্বাচনে পাহাড়ের ভোট দখল করতেই।মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। জনজাতি সমাজে ” সমাজপতিদের” নির্দেশ এখানো মান্যতা দিয়ে থাকে মানুষ।। তাই জনজাতিদের উপর সমাজপতিদের আধিপত্য থাকে। এই কারণেই পাহাড়ের ভোট কব্জা করতেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। সঙ্গে আছে প্রদ্যুৎ কিশোরের জোরালো মদত।
           প্রসঙ্গত, রাজ্যের জনজাতি সমাজপতিদের এক প্রতিনিধি দল শুক্রবার সাক্ষাৎ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার সঙ্গে।এই প্রতিনিধিদলে ছিলেন ত্রিপুরা, রিয়াং, মগ ও মুড়াসিং  সম্প্রদায়ের সমাজপতিগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *