স্পোর্টস ডেস্ক ,৫ আগস্ট।।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে বড় জয় পেল শিল্ড চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাব। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে শক্তিশালী ফরোয়ার্ড তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ ফ্রেন্ডস ইউনিয়নকে ৫-০ গোলে পরাজিত করে। এদিন ফরোয়ার্ড ক্লাব তাদের গোলের ব্যবধান আরো বাড়াতে পারতো ।কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদের শর্ট লক্ষ্যভ্রষ্ট হওয়ার সুবাদে ন্যূনতম ৫ গোলেই সন্তুষ্ট থাকতে হলো ফরোয়ার্ড ক্লাবকে। তবে ফরোয়ার্ড ক্লাবের এই জয় লিগ ফুটবলে ঘুরে দাঁড়ানোর রসদ বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ।কারণ শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স করা ফরোয়ার্ড ক্লাব লিগে ধারাবাহিকভাবে ম্যাচ হারতে শুরু করে। দুর্বল প্রতিপক্ষ ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে ফরোয়ার্ড ক্লাবের ফুটবলারদের মনোবল আরো চাঙ্গা হয়ে উঠবে। এবং পরবর্তী ম্যাচ গুলিতে বেরিয়ে আসতে পারবে নিজেদের খোলস ছেড়ে।
