#ADC #Market # Bengali #Business#man #Janatar Mashal।
এডিসির হাট বাজার গুলিতে যাওয়া বাঙালি ব্যবসায়ীদের তোলা দিতে হচ্ছে নিয়মিত।
একসময় এডিসি অঞ্চলের হাট বাজার গুলিতে বাঙালি ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করতেন। তারা সেখানে পসরা নিয়ে যেতেন। বিক্রি করে আবার ফিরে আসতেন। আবার কেউ কেউ এডিসি অঞ্চলের হাট বাজার গুলি থেকে পন্য ক্রয় করে চলে আসতেন শহরে। গোটা রাজ্য জুড়ে ছিল এক সুন্দর পরিবেশ।
ধলাই জেলার গঙ্গা নগর, গণ্ডাছড়া এলাকার হাট বার গুলিতে যাওয়া বাঙালি ব্যবসায়ীদের নিয়মিত পড়তে হচ্ছে হুমকির মুখে।
ডেস্ক রিপোর্টার, ৭নভেম্বর।।
রাজ্যের এডিসি অঞ্চলগুলিতে দিন দিন অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা। বাড়ছে বাঙালি বিদ্বেষ।এর পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র। স্বাভাবিক ভাবেই এরকম পরিস্থিতিতে যে কোন সময় এডিসি এলাকাগুলি হয়ে উঠতে পারে অগ্নিগর্ভ। এবং বাঙালি ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ নিরাপত্তাহীন। তার জ্বলন্ত চিত্র দেখা যায় এডিসি অঞ্চলের হাট বাজার গুলিতে।
একসময় এডিসি অঞ্চলের হাট বাজার গুলিতে বাঙালি ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করতেন। তারা সেখানে পসরা নিয়ে যেতেন। বিক্রি করে আবার ফিরে আসতেন। আবার কেউ কেউ এডিসি অঞ্চলের হাট বাজার গুলি থেকে পন্য ক্রয় করে চলে আসতেন শহরে। গোটা রাজ্য জুড়ে ছিল এক সুন্দর পরিবেশ। কিন্তু এখন এডিসি হাট বাজার গুলিতে এই পরিবেশ সম্পূর্ণরূপে উধাও। বাঙালি ব্যবসায়ীরা এডিসির হাট গুলিতে যাওয়ার সাহস করছেন না। কেউ কেউ পেটের তাগিদে যাচ্ছেন। তবে তাদের থাকছে প্রাণের ভয় এবং পণ্য লুটের আতঙ্ক। এই কারণেই বাঙালি ব্যবসায়ীরা এখন আর আগের মত এডিসির হাট বাজার মুখি হচ্ছেন না।
অভিযোগ, এডিসির হাট বাজার গুলিতে যাওয়া বাঙালি ব্যবসায়ীদের তোলা দিতে হচ্ছে নিয়মিত। তোলার টাকা না দিলেই এডিসির গুন্ডারা মারধর করে বাঙালি ব্যবসায়ীদের।সম্প্রতি ধলাই জেলার এডিসি অঞ্চলের হাট বাজারে বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। থানা পুলিশও এই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। বাঙালি ব্যবসায়ীরা লিখিত ভাবে বিভিন্ন থানায় বিষয়টি জানিয়েছে।তারপরও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নি।
ধলাই জেলার গঙ্গা নগর, গণ্ডাছড়া এলাকার হাট বার গুলিতে যাওয়া বাঙালি ব্যবসায়ীদের নিয়মিত পড়তে হচ্ছে হুমকির মুখে। বাঙালি ব্যবসায়ীদের মারধর করার অভিযোগও উঠছে। অভিযোগ, এডিসি এলাকার জনজাতি দুষ্কৃতীরা হুলিয়া জারি করেছে বাঙালি ব্যবসায়ীদের জন্য। এডিসির হাট গুলিতে ব্যবসায়ীদের না যাওয়ার বার্তা দিয়েছে। আর গেলে দুষ্কৃতীদের বেঁধে দেওয়া তোলার টাকা হাতে গুঁজে দিতে হবে। এই হুলিয়ার পর বাঙালি ব্যবসায়ীরা এখন আরো বেশি আতঙ্কগ্রস্থ হয়ে উঠেছেন। তাই তারা এডিসির বাজার মুখি হতে সাহস করছেন না।
ওয়াকিবহাল মহলের কথায়, ১৯৮০- দাঙ্গার আগে এডিসি অঞ্চলের হাট বাজার গুলিতে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল।এখন প্রায় একই অবস্থার পুনরাবৃত্তি হতে চলছে। তাই আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় জ্বলে উঠতে পারে পাহাড়।তখন কি পুলিশ তার দায় ভার কে নেবে? জনমনে উঠছে এই প্রশ্ন।