ডেস্ক রিপোর্টার, ১৮ অক্টোবর।।
কি হলো রাজ্যের পুলিশের? আসলে সকালের আড়মোড়া ভাব কাটতে সময় নেয় বেশ কিছুটা। তাই টানা পাঁচ ঘণ্টা ধরে আগরতলা রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে একজন অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকলেও বেঁহুশ পুলিশ।উপস্থিত লোকজন জিআরপি ও আমতলী থানায় বহু বার ফোন করে বিষয়টি জানানোর পরও পুলিশ যায় নি ঘটনাস্থলে। শেষ পর্যন্ত উপস্থিত লোকজন পুলিশের উপর আস্থা হারিয়ে ফোন করেছিলো “জনতার মশাল” ও “JM 24News” -র সংবাদ ভবনে। সঙ্গে সঙ্গে সংবাদ ভবন থেকে ফোন করা হয়েছিল আমতলী থানার ওসি পরিতোষ দাসকে। কিন্তু ওসিকে ফোনে পাওয়া যায় নি।তারপর এই বিষয়টি জানানো হয় রাজ্য পুলিশের “পুলিশ কন্ট্রোল”- কে। শেষে পুলিশ কন্ট্রোলের বার্তা পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। এবং উদ্ধার করে মৃতদেহ। ধন্যবাদ পুলিশ কন্ট্রোল কর্তৃপক্ষকে। ঘটনা শনিবার সাত সকালে। রাজ্যের মানুষ যেভাবে দিনের পর দিন “জনতার মশাল” ও “JM 24News”- র উপর আস্থা রাখছেন, এটাই এই দুই সংবাদ সংস্থার বড় প্রাপ্তি।সাধারণ মানুষের বিশ্বাস আর ভরসাই আমাদের আগামী দিনের পথ চলার রসদ জোগাবে।
