ডেস্ক রিপোর্টার,২৫ নভেম্বর।।
চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ হাতে পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন কমিউনিটি হেলথ গাইডরা। তারা সবাই বয়স ৬০ বছরের ঊর্ধ্বে । গত ১৭ নভেম্বর রাজ্য সরকারের এক নোটিশ মূলে চাকরি হারায় তারা ।
চাকরি হারানো তিন বৃদ্ধা সোমবার রাজ্য সরকারের নোটিশ হাতে নিয়ে দ্বারস্থ হন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা কাতর প্রার্থনা করেন চাকরি ফিরে পাওয়ার জন্য।কমিউনিটি হেলথ গাইডরা বলেন, তারা এখন বৃদ্ধা। প্রতি মাসে তাদের প্রচুর ওষুধের প্রয়োজন। চাকরি না থাকলে ওষুধ না খেয়ে মরতে হবে।
মহিলারা বলেন, অভাবের সংসার। ঘরে কেউ চাকরি করে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে তাদের কাছে মৃত্যু ব্যতীত বিকল্প কোনো পথ নেই।
চাকরি হারানো তিন কমিউনিটি হেলথ গাইডের আশা মুখ্যমন্ত্রী তাদের আর্তনাদ শুনবেন। এবং এর একটা বিহিত করবেন। তবে এদিন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নি। ঘটনাস্থলে থাকা পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তাদের আশ্বস্ত করেছেন। এবং বিষয়টি সরকারের দৃষ্টিতে নেবেন বলেও জানিয়েছেন।

