ডেস্ক রিপোর্টার,১ নভেম্বর।।
সংস্কৃতি বলয়ের একশতম সাপ্তাহিক সংস্কৃতি হাট হবে রবিবারে। একশতম সংস্কৃতি হাটকে আরো জাক জমক করার জন্য শনিবার সন্ধ্যায় শহরে অনুষ্ঠিত হলো মশাল মিছিল। মিছিল রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্তমান সময়ে কেন এই সংস্কৃতি হাট? তার ব্যাখ্যা দিয়েছেন সংস্কৃতি বলয়ের অন্যতম কর্মকর্তা সেবক ভট্টাচার্য। তিনি বলেন, একশতম সাপ্তাহিক সংস্কৃতি হাট বাংলা সংস্কৃতিতে এনেছে এক নব জাগরণ। যা এই রাজ্যে বসবাসকারী বাঙালি ও অন্যান্য সম্প্রদায়ের সংস্কৃতিকে সুরক্ষিত রাখবে।

আগরতলা শহর লাগোয়া নন্দননগরে সাপ্তাহিক সংস্কৃতিক হাট চালু করেছিল সংস্কৃতি বলয়। ধীরে ধীরে রাজ্যের মানুষের কাছে এই সংস্কৃতিহাট দেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতে দেখতেই সংস্কৃতি হাট পৌঁছে গিয়েছে একশতম সপ্তাহে। নিঃসন্দেহে বাঙালি সংস্কৃতির জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য রাখে।

