তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ফেব্রুয়ারি।।
বিভিন্ন দাবি-দাওয়া’কে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধে নামলো রাজ্যের আত্মসমর্পণকারি বৈরীরা। শুক্রবার সকাল থেকেই তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম- আগরতলা জাতীয় সড়ক ও বড়মুড়া পাহাড়ের চন্দ্রসাধু পাড়া ব্রিজ সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন টিইউআইআরপিসি। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুইদিকেই আটকে যায় প্রচুর যানবাহন। তাতে সমস্যা পোহাতে হয় নিত্যযাত্রীদের।
পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের লক্ষ্যেমাত্রাকে সামনে নিয়ে ময়দানে আত্মসমর্পণকারী বৈরীরা এদিন সকাল ছয়টা থেকে অবরোধ আন্দোলন শুরু করে। মুঙ্গিয়াকামী ও চন্দ্রসাধুপাড়া ছাড়াও আরও কয়েকটি স্থানে অবরোধে বসে আত্মসমর্পণকারী বৈরীরা।এদিনের পথ অবরোধ কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহকুমার বিভিন্ন স্থানে পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস,সহ সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে।অর্থাৎ আঁটোসাঁটো নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
আন্দোলনরত এক আত্মসমর্পণকারী জঙ্গি নেতা জানান, দাবি পূরণ না হলে তাদের এই অবরোধ অব্যাহত থাকবে। এদিন সকাল থেকেই শুরু হয়েছে তাদের আন্দোলন।সাধারন জনগনের বক্তব্য,জাতীয় সড়কে চলাচলকারী নিত্যযাত্রীদের সমস্যা দূরীকরণে প্রশাসন যেন অতিসত্বর ব্যাবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *