ডেস্ক রিপোর্টার,৭ আগস্ট:
ফের তৃনমূল নেতৃত্বের উপর হামলা দুষ্কৃতীদের। এবার গন্তব্যস্থল অসম-আগরতলা জাতীয় সড়কের আমবাসার কমলপুর চৌমুহনীতে। দুষ্কৃতীরা তৃনমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তের উপর হামলা করে।তৃণমূলের অভিযোগ হামলাকারীরা বিজেপির লোকজন।পুলিশের সামনেই এই ঘটনা। দুষ্কৃতীদের হাত থেকে দেবাংশু রক্ষা পেলেও রক্তাক্ত হয় তৃণমূলের আই টি সেলের ইনচার্জ সুদীপ রাহা ও তৃনমূল ছাত্র পরিষদের নেত্রী জয়া দত্ত। তৃণমূলের যুব নেতা দেবাংশু’র বক্তব্য, তারা শনিবার সকালে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন আগরতলা থেকে। তাদের গাড়ি আমবাসাতে আসার পর বিজেপির দুস্কৃতিরা প্রকাশ্যে হামলা চালায়।পাশে পুলিশ থাকলেও খাকি উর্দি ওয়ালারা ছিলো ঠোঁট জগন্নাথ। পুলিশের সামনেই তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে বিজেপির কর্মী-সমর্থকরা।পরে রড,লাঠি দিয়ে আক্রমণ করে।জানান প্রদেশ বিজেপির সভাপতি আশীষ লাল সিংহ।
দুস্কৃতিদের আক্রমণের ঘটনার পর আমবাসার পরিস্থিতি আরো তপ্ত হয়ে উঠে। বিজেপি-তৃনমূল যুযুধান দুই পক্ষ চলে আসে সম্মুখ সমরে। জাতীয় সড়কের পাঁচশ মিটারের মধ্যেই উভয় রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে।আর মাঝখানে দাঁড়িয়ে থেকে “তামাশা” দেখছে পুলিশ। বিজেপির বক্তব্য, গেরুয়া শিবির কখনো এই সাংস্কৃতিতে বিশ্বাস করে না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো লোকজন জড়িত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *