ডেস্ক রিপোর্টার,২মার্চ।।
শুরু হল জিবিপি হাসপাতালে শিশুদের ওপেন হার্ট সার্জারি। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সি টি ভি এস অ্যান্ড আই আর) ডিপার্টমেন্টে দশ বছরের শিশু কন্যার সফল ওপেন হার্ট সার্ভার সম্পন্ন হল। অমরপুরের ১০ বছর বয়সী মেয়েটি পারিবারিক অসচ্ছলতার কারণে একটি বিদ্যালয়ের হোস্টেলে থেকে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে ছোটবেলা থেকেই বেশি পরিশ্রম করতে পারত না এবং একটু দৌড়াদৌড়ি করলেই তার শ্বাসকষ্ট হত। তার পিতা কৃষিকাজ করেন। আর্থিক অনটনের মধ্যেও অনেক কষ্ট করে তার বাবা মেয়েটিকে ব্যাঙ্গালোরে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করলেও সেখানে আর যেতে পারেননি। মেয়েটিকে নিয়ে তার পরিজনেরা জিবিপি হাসপাতালের সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্টে আসেন। কার্ডিয়াক সার্জন ডঃ কনক নারায়ণ ভট্টাচার্য মেয়েটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তার হার্টের ডান ও বাম অলিন্দের প্রাচীর ছিল না। দূষিত ও পরিশোধিত রক্ত মিশে যাচ্ছিল। তিনি মেয়েটির অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন।
গত ২১ ফেব্রুয়ারি মেয়েটি এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট-এ ভর্তি হয়। গত ২৪ ফেব্রুয়ারি কার্ডিয়াক সার্জন ডঃ কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী মেয়েটির হৃদপিন্ডে ওপেন হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচ অ্যানেসথেসিওলজিস্ট ছিলেন ডঃ সুরজিৎ পাল। পারফিউসনিস্ট (হউ-লাম যন্ত্র পরিচালক) সুজন সাহা সহ বারো সদস্যক সার্জিক্যাল টিম এই অস্ত্রোপচারে যুক্ত ছিল। বর্তমানে মেয়েটির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আগে এই ধরনের অস্ত্রোপচার করার জন্য রোগীদের বাইরে নিয়ে যেতে হত। কিন্তু বর্তমানে জিবিপি হাসপাতালে বহু জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু নিজের রাজ্যে এই অপারেশন করার সুফল পাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *