ধর্মনগর ডেস্ক, ১৫আগষ্ট।।
সারা দেশ ও রাজ্যের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় সোমবার উত্তর জেলায়ও পালিত হলো স্বাধীনতা দিবস।এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগরে বিবিআই মাঠে।সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন।তাছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমার ভি, পুলিশ সুপার ডাঃ কিরন কুমার কে,মহকুমা শাসক এল ডার্লং,জেলা বন আধিকারিক ভিগনেশ সহ প্রমুখরা।ত্রিবর্ন জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।তারপর পুরুষ ও মহিলা পুলিশের প্যারেড উপস্থাপন করা হয়।প্যারেড উপস্হাপন করা হয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকেও।


তারপর এই শুভক্ষণে উপাধ্যক্ষের হাত ধরে ধর্মনগর পুর পরিষদের তরফ থেকে শহরবাসীর সাহায্যার্থে একটি এম্বুলেন্স প্রদান করা হয়।সাথে উত্তর জেলার জেলা বিজেপির তরফ থেকে তিরঙ্গা যাত্রা ও কুচকাওয়াজ পরিবেশন করা হয় ধর্মনগর শহরের রাজপথে।পাশাপাশি ধর্মনগর শহরের সাথে তাল মিলিয়ে পানিসাগর মহকুমা ও কদমতলা এলাকায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা আরডি ব্লকের বিডিও প্রনয় দাস, সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ প্রমুখরা। তাছাড়া অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর প্যারেড ও কচিকাঁচাদের নৃত্য পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *