ডেস্ক রিপোর্টার,২৭জানুয়ারি।
    “বাঙালিরা এডিসি এলাকায় থাকতে পারবে না।”- জনজাতিদের বুবাগ্রা প্রদ্যুৎ কিশোরের এই হুঙ্কারের রেশ কাটতে না কাটতেই বাঙালিদের উপর হামলা শুরু।শুক্রবার গভীর রাতে কৃষ্ণপুর বিধানসভার কলই পাড়ার বাঙালি বাড়ি – ঘরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।


তছনছ করে দিয়েছে ঘরের দরজা – জানালা। লুঠ করে নিয়ে যায় গবাদি পশু সহ প্রয়োজনীয় জিনিসপত্র। হামলাকারীরা সবাই জনজাতি সম্প্রদায়ের। অভিযোগ, ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের।

।।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদ্যুৎ কিশোরের উস্কানি মূলক পোস্ট ।।

জনজাতি সম্প্রদায়ের দুষ্কৃতীরা  কাগজে “WANSEA GET OUT, RED ZONE”লিখে পোস্টার সেটে দিয়েছে গোটা গ্রামে। গ্রামের পিচের রাস্তায়ও একই কথা লিখে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে গোটা অঞ্চলে।
                 


প্রতিবাদে বাঙালি গ্রামবাসীরা পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী। এটা বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র।


মন্ত্রী গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন, ” তাদের নিরাপত্তার স্বার্থে এলাকায় বসানো হবে এসপিও ক্যাম্প “।


এখন গোটা অঞ্চলে বিরাজ করছে টগবগ পরিস্থিতি। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *