ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
                         উৎসবের মধ্যেই রাজ্য জুড়ে চলছে ভোট আবহ। প্রতিদিন পাল্টাচ্ছে ভোটের সমীকরণও। রাজ্য রাজনীতিতে পাহাড় বরাবর ফ্যাক্টর। এই মুহুর্তে পাহাড়ের শাসক শক্তি তিপ্রামথা হাক ডাক দিচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের ২০টি আসনই দখল করবে। তবে তিপ্রামথাকে জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক শক্তি বিজেপি।ইতিমধ্যেই বিজেপি তিপ্রামথার বিরুদ্ধে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।


রবিবার বিজেপির রাজ্য সদর দপ্তরের জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য, উপমুখ্যমন্ত্রী  জিষ্ণু দেববর্মন, মন্ত্রী রামপদ জমাতিয়া, রাজ্য বিজেপির দুই সহ- সভাপতি  রেবতী ত্রিপুরা ও অমিত রক্ষিত সহ  দলের জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।


অনুষ্ঠিত বৈঠকে পাহাড়ে বিজেপির সংগঠন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে বিজেপির এমডিসিরাও উপস্থিত ছিলেন। মূলত ২৩- র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে তিপ্রামথাকে ধরাশায়ী করতে প্রাথমিক রোডম্যাপ তৈরি করা হয়।


পাহাড় রাজনীতিতে প্রদ্যুৎ কিশোরের মথাকে বোতল বন্দি করতে বিজেপির জনজাতি নেতৃত্বও দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। বৈঠকে উপস্থিত বিজেপির বক্তারাও জনজাতি নেতৃত্বকে স্পস্ট বার্তা দেন, ২৩- র মহারণে পাহাড়ে যেকোনো মূল্যে মথাকে বধ করতে হবে।


এবং আটকে দিতে হবে অতীতের পাহাড় রাজনীতির দানবীয় শক্তি কমিউনিস্টদের। অর্থাৎ তিপ্রামথা ও কমিউনিস্টদের আটকে দিয়ে  ২৩-র মহা সংগ্রামে ১৮ -র পুনরাবৃত্তি চাইছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *