আগরতলা,২০মে।।
ক্রমাগত বন্যা এবং বৃষ্টি উত্তর-পূর্বের জনগণের মুখোমুখি হওয়ার ফলে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস শুক্রবার সাধারণ মানুষের মধ্যে খাবারের প্যাকেট এবং ছাতা বিতরণ করেছে।
প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক ও ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে।
প্রদেশ তৃণমূল সভাপতি সুবল ভৌমিক বলেছেন, “জলবদ্ধতা বিপর্যয় সৃষ্টি করেছে। গত চার বছরে, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার মৌখিক পরিষেবা দেওয়া ছাড়া এই সমস্যার সমাধানের জন্য কিছুই করেনি। মানুষ তাদের ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। গোড়ালি সমান জলে পা দিয়ে ফটো সেশন করার পরিবর্তে, বিজেপি নেতাদের প্রয়োজন যাদের সাহায্য করা উচিত।”
বিজেপি নেতৃত্বের নিন্দা করে, সুবল ভৌমিক দাবি করেছেন যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সরকারের কাছ থেকে কোনোরকম সাহায্য পাওয়া যায়নি।
উত্তর-পূর্বের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের কারণে রবিবার থেকে এই অঞ্চলে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।এক প্রেস বিবৃতিতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *