লখনউ ডেস্ক,২৫ মার্চ।।
দ্বিতীয়বারের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন যোগী আদিত্যানাথ।শুক্রবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। যোগী আদিত্যানাথের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন লখনউতে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিপ্লব কুমার দেব ছিলেন ফোকাসের কেন্দ্র বিন্দুতে। কারণ গোটা দেশের মধ্যে তিনি বিজেপি’র একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে গেরুয়া বাহিনীকে ক্ষমতা এনে দিয়েছেন। আগামী বছর ফের ত্রিপুরার বিধানসভা নির্বাচন। ২৪-র জাতীয় নির্বাচনের আগে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি’র কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই কারণেই এখন গোটা দেশের ফোকাস পয়েন্টে এখন বিজেপি শাসিত ত্রিপুরা এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *