ডেস্ক রিপোর্ট,আগরতলা।।
   “চা ই-নিলাম কেন্দ্র ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং চা শ্রমিকদের কল্যাণে এক নতুন দিগন্তের সূচনা করবে।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। বৃহস্পতিবার রাজধানীর গুর্খাবস্তিতে “চা ই-নিলাম কেন্দ্রে” র শিলান্যাস করে একথা বলেন তিনি।
আগরতলায় এই সুবিধা স্থাপন হলে দারুণভাবে লাভবান হবেন রাজ্যের চা উৎপাদনকারীরা। দেশ এবং দেশের বাইরে নতুনভাবে পরিচিত লাভ করবে ত্রিপুরা চা। দাবি মুখ্যমন্ত্রীর।


এদিন আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজিত এইচআইভি এইডস সংক্রান্ত সচেতনতা মূলক  অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।এইচআইভি এইডস সংক্রমণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়ার প্রবণতা অন্যতম একটি কারণ। আক্রান্তদের তিরস্কার না করে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে।” সচেতনতার পাশাপাশি নজরদারি বৃদ্ধিই যুবশক্তিকে ড্রাগসের কবল থেকে দূরে রাখার অন্যতম উপায়। এই ক্ষেত্রে অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *