ডেস্ক রিপোর্টার, ৩০ অক্টোবর।।
ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের রাষ্ট্র মন্ত্রী শুভা করন্ডালযে শুক্রবার ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের ত্রিপুরা শাখায় কৃষকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।এই মত বিনিময় সভায় রাজ্যের কৃষকদের, আয় দ্বিগুন করার লক্ষ্য পূরণে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ গ্রহণের আহ্বান করেন তিনি। এই অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের উপযোগী উন্নত চাষাবাদের জন্য উদ্ভাবিত নতুন ধান, পেঁপে, মুরগির প্রজাতি, উন্নত পদ্ধতিতে লাভজনক ড্র্রাগন ফলের চাষ, নিয়ন্ত্রিত আগাছা ও সারের পরিমিত ব্যবহারের মাধ্যমে আনারস চাষ, মিশ্রিত মাছ চাষ ইত্যাদির এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের ত্রিপুরা শাখার উদ্যোগে।কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। প্রদর্শনীর পাশাপাশি মন্ত্রী আইসিএআর’র বিভিন্ন প্রদর্শনীমূলক চাষের জমি ঘুরে দেখেন এবং তাদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। কৃষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শুভা করন্ডালযে আইসিআরের বিভিন্ন প্রকল্পের এবং উন্নত উদ্ভাবনী ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট অঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মান ও আর্থিক অবস্থা উন্নয়নে কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশা ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মৎস্যপালন বিভাগের মন্ত্রী মেবার কুমার জামাতিয়া, স্থানীয় বিধায়ক কৃষ্ণধন দাস, কেন্দ্রীয় কৃষি বিশবিদ্যালয়ের উপাচার্য ডাঃ অনুপম মিশ্র। অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের হাতে উন্নত প্রজাতির ধান ও সব্জির বীজ, পশু ও মাছের খাদ্য, মাশরুমের বীজ, মুরগির বাচ্চা ইত্যাদি কৃষি সামগ্রী তুলে দেন। সভার শুরুতে আইসিএআরের পক্ষ থেকে এই কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ডাঃ বিশ্বজিৎ দাস অতিথিদের স্বাগত জানান । তিনি বক্তব্যের মাধ্যমে এই কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দেন। সভার শেষে ওই কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বিজ্ঞানী ডাঃ শঙ্কর প্রাসাদ দাস ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। ধলাই, খোয়াই, গোমতী, দক্ষিণ ও পশ্চিম ত্রিপুরা জেলার প্রায় তিনশ কৃষক অনুষ্ঠানে অংশ নিয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *