ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র উদ্যোগে আয়োজিত “কলকাতা আর্ট ফেয়ার”-র দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ১৫ মে থেকে।চলবে ১৮মে পর্যন্ত।’কলকাতা আর্ট ফেয়ারে’ নানা গ্যালারি জুড়ে আর্টের পসরা সাজিয়ে বসেছেন দেশ-বিদেশের নানা শিল্পী। এবছর প্রায় ৪৫০ শিল্পীর ১০০০-র বেশি আঁকা প্রদর্শিত হয়েছে। শ্যাম সুন্দরের এই উদ্যোগের নেপথ্যে মূল কারণ উদীয়মান শিল্পীদের তাঁদের শিল্পের প্রদর্শনের পাশাপাশি বিক্রির একটা ব্যাবস্থা করা। আজকাল খুব বড় শিল্পীর আর্ট যতটা সহজে বাজার পায়, অনেক গুণী শিল্পী সেই বাজার থেকে দূরেই থাকেন।
এই বিশেষ আয়োজনে শিল্পের নানা আঙ্গিক থাকছে আঁকা, ছবির নানা মাধ্যমের সাথে থাকছে ফটোগ্রাফি, স্কাল্পচারের মধ্যে মহিলা শিল্পীদের কাজ বেশি জায়গা জুড়ে আছে। চীন, ইউক্রেনে থেকেছেন এখন ভারতেই পাকাপাকি ভাবে থাকেন এমন শিল্পীদের ছবিও থাকছে।থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন আরো অনেকের ছবি সঙ্গে নতুন শিল্পীদের ছবি।আর সঙ্গে থাকছে গান। এই আয়োজনের সাথে বিশেষ ভাবে যুক্ত বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র। গত ১৫ মে “কলকাতা আর্ট ফেয়ার”-র উদ্বোধনী অনুষ্ঠানে হয়েছে তাঁর বিশেষ নিবেদন। এর পর আরো দুদিন ছিল তাঁর ‘গানের পাঠশালা’ বিশেষ পরিবেশনা সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিতের সঙ্গীত, সলিল চৌধুরীর গান, ঋতুপর্ণ ঘোষের ছবির অনেক সুর-গান সব মিলিয়ে সঙ্গীতের সাথে আর্টের এক মেলবন্ধন ঘটবে এই শিল্পের মহাকর্মযজ্ঞে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স,র কর্নধার রূপক সাহা বলেন, “এই উদ্যোগের সাথে আমরা শুরুর দিন থেকেই আছি। আমরা নিজেরা গহনা শিল্পের সাথে জড়িত সেটাও যেমন আর্ট যেমন গহনার ডিজাইন ঠিক একই ভাবে ফাইন আর্টের নানা দিকের প্রতিই আমরা বরাবর উৎসাহী। নতুন শিল্পীদের পাশে দাঁড়ানোর,তাঁদের কাজকে সমর্থন করার জন্যই এই উদ্যোগে আমরা সামিল হয়েছি।মাঝে এক বছর করোনার জন্য করা সম্ভব না হলেও আশা করি কলকাতা আর্ট ফেয়ারের এই দ্বিতীয় বছরের এই উদ্যোগ সবার ভালো লাগবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *