ডেস্ক রিপোর্টার,১৬মে।।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শপথ গ্রহণ করলেন রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার আগরতলার রাজভবনে শপথ গ্রহণ করেন তাঁরা। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।জিষ্ণু দেববর্মন থেকে শুরু করে প্রেম কুমার রিয়াং একে একে ১১জন মন্ত্রী শপথ গ্রহণ করেন।
মন্ত্রিসভার নতুন সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন বিজেপি’র রামপদ জমাতিয়া ও আইপিএফটি’র প্রেম কুমার রিয়াং।
মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব,দুই সাংসদ, দলের সমস্ত বিধায়ক সহ বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিরা।

শপথ গ্রহণের পর মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, “মুখ্যমন্ত্রী পরিবর্তনের সঙ্গে ২৩-র বিধানসভা ভোটের কোনো সম্পর্ক নেই। পূর্ব পরিকল্পনা মাফিক দল বিধানসভা নির্বাচনের জন্য কাজ শুরু করে দিয়েছে।রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করবে নব গঠিত মন্ত্রিসভা।২৩-র ভোটে বিজেপি’র জয় সম্পর্কেও দৃঢ় প্রত্যয় শোনা গেলো মন্ত্রীর কণ্ঠে।”
” রাজ্য মন্ত্রিসভার কাজে গত তিনদিন কিছুটা প্রভাব পড়েছে।এখন চলে আসবে স্বাভাবিক ছন্দে। মন্ত্রিসভার সব সদস্য অভিজ্ঞ।নতুন দুই সদস্যের কাজ করতে কোনো সমস্যা হবে না। তাঁরাও নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী।” বলেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শপথ গ্রহণের পর সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে একথা বলেছেন রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য সুশান্ত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *