উদয়পুর ডেস্ক, ১৬ফেব্রুয়ারি।।
উদয়পুর টাউন হলে মহকুমার বিভিন্ন স্কুলের সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে মেধাভিত্তি ও সন্মাননা প্রদান করা হয়। বুধবার প্রদীপ প্রজ্বলন করে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, হারুন চৌধুরী, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, উদয়পুর পুর পরিষদের কাউন্সিলর রেজাউল হুসেন, রফিক মিয়া প্রমুখ। এদিন এই অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুলের সংখ্যালঘু অংশের ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু অংশের লোকজনদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে মেধাবৃত্তি স্বরূপ চেক তুলে দেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *