আসাম রাইফেলস গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার, ১৫আগষ্ট।।
দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে রাজ্যের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। স্বাধীনতা দিবসে নিরাপত্তা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন তিনি।নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আসাম রাইফেলস গ্রাউন্ডে পালিত হয় স্বাধীনতা দিবস।


মুখ্যমন্ত্রী বলেন, “এই বছর আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছি। এই উৎসব আমাদের মধ্যে স্বাধীনতার অমৃত রস, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, নতুন ধারণা ও অঙ্গীকারের অমৃত রস ছড়িয়ে আত্মনির্ভরতায় উদ্বুদ্ধ করবে।”



এই ঐতিহাসিক দিনে মুখ্যমন্ত্রী রাজ্যের সকল নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানান। এদিন আসাম রাইফেলস গ্রাউন্ডের অনুষ্ঠান ছাড়াও সরকারী ভাবে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিভিন্ন সরকারী – বেসরকারী প্রতিষ্ঠানেও পালন করা হয় স্বাধীনতা দিবস।


দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এদিন সকালে মুখ্যমন্ত্রীর তার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।


এই মহতি দিনে মুখ্যমন্ত্রী বলেন,”দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা আরো মজবুত হোক।” তাছাড়া নিজের বাস ভবনেও মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *